স্পোর্টস ডেস্ক : ঢাকায় দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর তারা পড়লো পাঁচদিনের বিরতিতে। যা কাজে লাগিয়ে শীর্ষস্থান দখলে নিয়ে নেয় স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেই চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটিতে লিটন দাস, ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে ভর করে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। জবাবে উইল জ্যাকস ছাড়া চট্টগ্রামের পক্ষে আর কেউই তেমন কিছু করতে পারেননি। ফলে স্বাগতিক দলের ইনিংস থেমে গেছে মাত্র ১৩১ রানেই, কুমিল্লা পেয়েছে ৫২ রানের ব্যবধানে সহজ জয়।
তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা। তাদের সমান তিন জয় রয়েছে চট্টগ্রামেরও। তবে ছয় ম্যাচের অন্য তিনটি হেরেছে চট্টগ্রাম, যা কমিয়েছে তাদের নেট রানরেট। আর জয়ের হ্যাটট্রিক করে নেট রানরেটের স্পষ্ট ব্যবধানে এক নম্বর স্থান দখল করেছে কুমিল্লা।