চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের
হামলার শিকার হয়েছেন রাষ্টবিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো.
ইমাম হোসেন। রাজনীতি না করার কথা জানালে তার উপর হামলা চালানো হয়। এমনকি
সবুজের সাথে রাজনীতি না করলে কলেজ থেকে বের করে দেয়ার হুমকিও দেয়া হয়। পরে
ইমাম হোসেনের সহপাঠীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে নিয়ে যায়।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, কলেজে
পরীক্ষা চলাকালীন সময় ইমাম হোসেনকে ডেকে পাঠায় কলেজ ছাত্রলীগের সাধারণ
সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। তখন ওই শিক্ষার্থী যেতে রাজি না হলে সুভাষ মল্লিক
সবুজ নিজে এসে তার দলে রাজনীতি করতে বলে। উত্তরে শিক্ষার্থী ইমাম হোসেন রাজি
না হওয়ায় তার উপর চড়াও হন এ নেতা। এক পর্যায়ে তাকে মারধর করতে থাকে এবং তার
দলে রাজনীতি না করলে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী বলেন, ‌আমি তো
১টা পর্যন্ত কলেজে ছিলাম। এমন কোনো ঘটনার খবর তো শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

ইতিহাস বিভাগের ছাত্র মো. মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সহকর্মী আগে
সুভাষ মল্লিক সবুজের সাথে রাজনীতি করতেন। দল থেকে ফিরে আসায় তার উপর এ হামলা
চালানো হয়।

চট্টগ্রাম কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন বলেন, হামলার  শিকার এক
শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধভোলায় সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা