চট্টগ্রামে ‘সড়ক পরিবহন আইন ১৮’ নিয়ে জনসচেতনতামুলক প্রচারণা

মুজিব উল্ল্যাহ্ তুষার :

নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী কোমলমতি শির্ক্ষাথীদের আন্দোলনের প্রেক্ষিতে
সরকার নতুন সড়ক পরিবহন প্রণয়ণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আইন সম্পর্কে
পরিবহন মালিক, শ্রমিক, হেলপার ও পথচারীদের সম্মিলিত উদ্যোগে আইন বাস্তবায়নের
তাগিদ দেয়া হয়েছে। এই আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সর্বোচ্চ পাঁচ
বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আইন লংঘনে বেড়েছে জরিমানার অঙ্কও।
নতুন এই আইন সম্পর্কে সকল মহল এখনো অসচেতন। নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে
জনসচেতনতা বৃদ্ধিতে আরও জোরালো কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। ১২ নভেম্বর
২০১৯ইং নগরীর জিইসি চত্বরে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
চট্টগ্রামের উদ্যোগে নিরাপদ সড়ক পরিহন আইন ২০১৮ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা
সৃষ্ঠিতে প্রচারণা কর্মসূচির উদ্ভোধন করা হয়। প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক
শুভ উদ্ভোধন ঘোষনা ও মালিক, চালক এবং যাত্রীদের কাছে লিফলেট বিতরণ করেন
চট্টগ্রামের সিটি মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস
প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(উত্তর) আমির
জাফর, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক, ওভ্যাট’র সোহেল
আক্তার খান, ক্যাব দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব মহানগরের
যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক
জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু, নোমান উল্লাহ বাহার,
পরিবহন মালিক এম এন পুতু প্রমুখ।
সিটি মেয়র আজন নাছির উদ্দীন পরে পথচারী, পরিবহন মালিক, শ্রমিকদের মাঝে লিফলেট
বিতরন করে কর্মসুচির শুভ সুচনা করেন। এর পূর্বে প্রধান অতিথির বক্তব্যে কোমল
মতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার নতুন সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছেন।
আইন সম্পর্কে পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীদের সচেতন করার জন্য ট্রাফিক,
বিআরটিএ, ক্যাবসহ অন্যান্য সংগঠনগুলিকে অনুরোধ জানান। প্রয়োজনে সিটিকর্পোরেশন
এই আইন সম্পর্কে প্রচারণা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে যাবেন।
ট্রাফিক বিভাগ ও বিআরটিএ আইন প্রয়োগে আরও যতবান হবেন, পরিবহন মালিকরা
শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, যাত্রী ও চালকদের স্বার্থ সংরক্ষন করে ও বৈধ
লাইসেন্সধারীদের চালক নিয়োগ প্রদান করে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহবান জানান।
সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিরাপদ সড়ক নিশ্চিতে একটি বড় সমস্যা। সড়ক-মহাসড়কের
শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনের যথাযথ প্রয়োগ এখন বড় চ্যালেঞ্জ। সেকারনে সরকার সড়ক
পরিবহন আইন নতুন করে প্রণয়ন করেছেন।
আইন সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে পরিবহন মালিক, চালক ও পথচারীসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। আর এই
সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলতে প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা
কর্মসূচি পরিচালনা দরকার। সড়কে চলাচলরত পথচারীদের আইন মেনে চলার আহবান জানান।
সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র চালককে দায়ী করলে হবে না, পথচারীদের জন্য কঠোর
শাস্তির বিধান করা হয়েছে। সড়ক-মহাসড়কে জেব্রা ক্রসিং, পদচারীসেতু, পাতালপথসহ
নির্ধারিত স্থান দিয়া পার না হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা
সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তাই এখন আর
হেয়ালিপনায় যত্রতত্র পথ পাড়ি না দিয়ে আইনের বিধান মানতে এগিয়ে আসার জন্য
পথচারীদের প্রতি আহবান জানান। বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে তিন লাখ
টাকা জরিমানা ও তিন বছরের জেল হতে পারে। নতুন আইনে চালকদের লাইসেন্স পেতে
অষ্টম শ্রেণি, সহকারীকে পঞ্চম শ্রেণি পাস নিশ্চিত করে সাবধানে গাড়ি চালানোর
আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক তথ্য চায় বিএনপি
পরবর্তী নিবন্ধ২ বছর নিষিদ্ধ হচ্ছেন রোনাল্ডো!