পপুলার২৪নিউজ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাটিয়ারীর বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) গেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আরাফাত (১৮) কক্সবাজার জেলার রামু থানার বোরজানিয়া টাইমবাজার এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ও মো. সুরত আলম (১৯) একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেটের পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় একটি লরিচাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।