চট্টগ্রামে যুবলীগ নেতা ফরিদ হত্যার ঘটনায় মামলা

পপুলার২৪নিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর ডিসি রোডে ক্যাবল টিভির (ডিস সংযোগ) লাইন দখল-বেদখল নিয়ে গুলিতে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ (৩৫) নিহতের ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে মামলাটি গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি নুরুল হুদা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেসিটিএন নামে একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে ডিসি রোডের ক্যাবল ব্যবসা। এর মালিক স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত বাদশা। ওই এলাকার বাসিন্দা কথিত আওয়ামী লীগ নেতা মো. মুছা এ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিলেন। মূলত এর থেকে দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও কয়েকবার বাদশার বাসায় হামলার ঘটনা ঘটেছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে আকস্মিকভাবে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে ডিসি রোডের দিকে ক্যাবলের টানা শুরু করে মুছার লোকজন। মিঠু নামে দিদার মার্কেট এলাকার এক ডিশ ব্যবসায়ী মূলত মুছাকে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে অনুমোদনবিহীন এই ক্যাবল টানার কাজ বন্ধ করে দেন। দুপুরে জুমার নামাজের পর আবারও কাজ শুরু হয়। এমন খবরে বাদশার লোকজন তাদের বাধা দেয়। এর জের ধরে ডিসি রোডে মিয়ার বাপের বাড়ির সামনে গোলাগুলি শুরু হয় দুইপক্ষে। স্থানীয় মহল্লা সর্দার কমিটির সভাপতি হিসেবে ফরিদ ঘটনাস্থলে গিয়েছিলেন বাদশার পক্ষ হয়ে। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের বরফ গলাতে ‘ঘরোয়া আলোচনায়’ মোদি-জিনপিং
পরবর্তী নিবন্ধক্যান্সার শনাক্তে পথ দেখাচ্ছেন কাশ্মিরী চিকিৎসক