নিজস্ব ডেস্ক:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৪ জনে।
শনিবার (২২মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষায় ১৩৭
জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৯৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৪ জন। যার মধ্যে নগরীর ৪১ হাজার ৯০৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৫৩৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। যার মধ্যে নগরীর ৪৩২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬১ জন।