চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ, যুবক আটক

6
জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
চট্টগ্রাম নগরীর বাকলিয়ার দেওয়ান বাজার এলাকার ছয়তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃত দাদির এক নাতিকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোরে র‌্যাব সদস্যরা আসিফুল ইসলাম (২৪) নামের ওই যুবককে আটক করে নিয়ে যায় বলে দাবি করেছেন তার বাবা আব্দুল মোতালেব।

তিনি সাংবাদিকদের জানান, ভোর ৬টার দিকে র‌্যাব সদস্যরা আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

তবে আটকের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

জানা যায়, ভবনের তৃতীয় তলার যে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ভাড়া নিয়েছিলেন আবদুল মোতালেব।

তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকতেন। ছয় বছর ধরে পরিবার নিয়ে এখানে থাকেন।

বৃহস্পতিবার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় যান। আর শুক্রবার ভোররাতে বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দগ্ধ আব্দুল মোতালেবের বৃদ্ধ মা ছমুদা খাতুন (৬৫) ও মেয়ে তনিমা আফরিন (১৮) শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার দগ্ধ অপর ছেলে আরিফ হোসেনকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাফল্য পেতে বিশ্রী হেয়ারস্টাইল বাদ দিতে হবে পগবাকে!
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানালেন সাংবাদিকেরা