পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধ :
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অটো রোলিং মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ শ্রমিক আহত হয়েছেন।
তারা হলেন মো. হাসান, নাসির উদ্দিন, সেকান্দর আলী, সঞ্জয়, ওমর ফারুক, মো. মোস্তফা, মো. রাজু, নিজাম উদ্দিন এবং শরিফুল।
রবিবার উপজেলার ভাটিয়ারী বানুরবাজার এলাকার সীমা অটো রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি জানান, রবিবার সকালে বিকট শব্দে মো. শফি’র মালিকানাধীন সীমা অটো রোলিং মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৯ শ্রমিক আহত হয়েছেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কিবরিয়া বলেন, কারিগরী ক্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
জানা যায়, এ রি-রোলিং মিলে এর আগেও কয়েকবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিস্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছিল।