এইচ.এম. সোহেল, চট্টগ্রাম :
আগামী ২২ মে থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ও
মুদ্রা বিনিময় কর্মসূচি শুরু করছে। নগরের কোতোয়ালী মোড়ের বাংলাদেশ ব্যাংকের
চট্টগ্রাম কার্যালয়ের ৩টি কাউন্টার ও বাণিজ্যিক ব্যাংকের ৬টি শাখায় ৭ দিন নতুন
নোট পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নুরুল আমীন জানান, জনপ্রতি ১০০, ৫০, ২০,
১০ টাকা মূল্যমানের এক প্যাকেটে ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময়মূল্যের
মাধ্যমে দেওয়া হবে। কেউ চাইলে কাউন্টার থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা
গ্রহণ করতে পারবেন।
নির্ধারিত শাখাগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোর্ট কানেকটিং
রোড শাখা,
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখা,
ব্যাংক এশিয়া লিমিটেডের অক্সিজেন শাখা,
যমুনা ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখা,
ব্র্যাক ব্যাংক লিমিটেডের বন্দরটিলা শাখা ও
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাটিরহাট শাখা।