নিহত সিরাজুল ইসলাম প্রকাশ ওরফে কালু (৪০) একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডের দুর্লভপাড়ায় বিয়ের দাওয়াত নিয়ে চাচা আমিরুজ্জামান প্রকাশ ওরফে জুনু ড্রাইভারের সাথে একই বাড়ির ভাতিজা সিরাজুল ইসলাম প্রকাশ ওরফে কালুর কথা কাটাকাটি হয়।
এ ঘটনার পর আমিরুজ্জমান ছেলে আবু বকর ছিদ্দিককে (৩৫) ডেকে পাঠান।
রাত ৮টার দিকে আবু বক্কর শহরের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চাচাতো ভাই সিরাজুল ইসলাম কালুকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করলে অজ্ঞান হয়ে কালু মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে দিবাগত রাত ২টার চিকিৎসাধীন অবস্থায় কালুর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এই ব্যাপারে চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।