চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত, বাসে আগুন

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

KEPZ-1

নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সদস্য আলাউদ্দিন জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

KEPZ-2

এদিকে স্থানীয় সূত্র জানান, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে
পরবর্তী নিবন্ধনির্বাচনী গুজব ছড়ানোর অভিযোগে আটক ৮