চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আদনান বাপ্পি, আনোয়ারুল আজিম শাহিন ও এমইউ সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দু’গ্রুপের একটি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও অপর গ্রুপটি বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেয়র ও বর্তমান মেয়র অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, রবিবার সকালে ক্যাম্পাসে দু’গ্রুপের সদস্যরা নিজের শো ডাউন দেয়। এসময় উভয় গ্রুপের সদস্যরা তর্কে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষক রাম রহিমের পক্ষে হরভজনের সাফাই!
পরবর্তী নিবন্ধমাদারীপুরে পটকা মাছ খেয়ে শিক্ষকের মৃত্যু