চট্টগ্রামে এখন বিপিএল উন্মাদনা

ক্রিয়া ডেস্ক: সাত সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের প্রথম দল হিসেবে চট্টগ্রামে গতকাল পা রেখে বুধবার অনুশীলন শুরু করে দেয় স্থানীয় দলটি।

তিন ম্যাচে দুই জয় নিয়ে দারুণ ফর্মে আছে মেহেদী হাসান মিরাজের দল। এখানে তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পাঁচদিনে তাদের খেলতে হবে চারটি ম্যাচ। ফলে শেষ চারে তারা কোয়ালিফাই করতে পারবে কি না তা নিশ্চিত হয়ে যাবে নিজেদের ঘরের মাঠেই।

ঢাকার মতো চট্টগ্রামের আবহাওয়ায় গুমোট হয়ে ছিল সারাদিন। তবুও সকালে অনুশীলন করতে সমস্যা হয়নি আফিফ, শামীম, সাব্বিরদের। বাকিরাও যার যার মতো করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

দুপুরের পর অনুশীলনে নামে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স। তবে তাদের ছিল ঐচ্ছিক অনুশীলন। বিকেলে চট্টগ্রামে পা রেখেছে বরিশাল, কুমিল্লা ও খুলনা। কুমিল্লা ঢাকায় দুই ম্যাচের দুটি জিতে চট্টগ্রামে এসেছে। খুলনা দুই ম্যাচের একটিতে জিতেছে, একটিতে হেরেছে। ভালো অবস্থায় নেই সাকিবের বরিশাল। তিন ম্যাচে হেরেছে দুটিতে। জিতেছে একটি ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের শুরুতেই মহড়া ক্যাচ মিসের
পরবর্তী নিবন্ধ‘একজন উপাচার্য গেলে আরেকজন আসবেন’