জেলা প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৪ জনে।
এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৯৫ জনে। সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৬১টি নমুনা পরীক্ষা করলে ২০৮ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৫৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৪০০ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬৯৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৫০৪ জন। যার মধ্যে নগরীর ৩৭৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৯ জন।
করোনায় চট্টগ্রামে চলতি মাসে (২৬ এপ্রিল পর্যন্ত) মারা গেছেন ১১৫ জন।