চট্টগ্রামে একদিনে আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৪৮ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ২০২ জনে।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০২ ও উপজেলার ১৪৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৪ জন ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ জন, অ্যান্টিজেন টেস্টে ২০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধগুলিবর্ষণের ঘটনা নিয়ে যা বললেন মেয়র সাদিক
পরবর্তী নিবন্ধরাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু