চট্টগ্রামে অভিযান চালিয়ে ৭৮,৪০০ পিস সিগারেটসহ গ্রেফতার  ১

সীতাকুণ্ড,চট্টগ্রামঃ

র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে ট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নয়ারহাটস্থ মেসার্স ভাই ভাই স্টোর, জৈনক নূর মোহাম্মদ এর মুদি দোকানের ভিতর কতিপয় চোরাকারবারী বিপুল পরিমান চোরাইকৃত সিগারেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ ১২৩০ ঘটিকার সময় র‍্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী নূর মোহাম্মদ (৩৪), পিতা- সুজা মিয়া, গ্রাম- গন্ধ্যবপুর, থানা ও জেলা- লক্ষ্মীপুর’কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো মতে উক্ত দোকান তল্লাশি করে দোকানের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৭৮,৪০০ পিস (স্টার- ৫৭,৬০০ পিস, বেনসন-৪,৬০০ পিস এবং গোল্ডলিফ- ১৬,২০০ পিস) চোরাইকৃত সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৮৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে সন্ত্রাসী ও সেনাবাহিনীর সংঘর্ষ: ১ সেনা অফিসার গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্টের রায়কে ভুল বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী