চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকার পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আজিমপুর কবরস্তানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের, একুশের প্রহরে পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তা অন্তত হৃদয়বিদারক।এটি মেনে নেয়া কঠিক। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে, থাকব। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে, ক্ষতিপূরণ দেবে।

তিনি বলেন, এ ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এতে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

 

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধ‘আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে’