ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কোনো ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঘাটতি হচ্ছে জ্বালানি সংকট নিয়ে, আর এ সংকট শুধু বাংলাদেশে নয়, এ সংকট বিশ্বব্যাপী। এ সংকট আগে তো ছিল না, সরকার দেশে শতভাগ বিদ্যুৎ দিয়েছিল। তবে জ্বালানির সংকট সমাধানে এখনো সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা বিশ্ব পরিস্থিতি অনুধাবন না করে শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। তারা রিজার্ভ নিয়ে কথা বলে, অথচ বিএনপির আমলে রিজার্ভের পরিমাণ চার বিলিয়নের কিছু বেশি ছিল। শেখ হাসিনা সরকারের আমলে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ দেখেছে দেশবাসী। বর্তমানে যা প্রায় ৩৬ বিলিয়ন ইউএস ডলার।’

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের (বিএনপি) সময়ে রেখে যাওয়া চার বিলিয়নের কিছু বেশি রিজার্ভের সঙ্গে এখনকার রিজার্ভের সংখ্যাটা মিলিয়ে নিন। তারপর না হয় রিজার্ভ নিয়ে কথা বলুন।’

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধকরোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৮৫