ঘুরতে গিয়ে মারা গেলেন ইনফ্লুয়েন্সার

বিনোদন ডেস্ক

এক বিলাসবহুল ইয়টে বেশ খোশ মেজাজেই ঘুরছিলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি। হঠাৎই অসুস্থ বোধ করেন এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩৬ বছর বয়সেই মৃত্যু হয় তিউনিশিয়ার জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের। ইউরোপের দেশ মাল্টায় স্থানীয় সময় সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়েছে তার।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করেন ফারাহ। তারপর হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার। ফারাহর মৃত্যুর বিষয়টি ইনস্টাগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির।

আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি: চমকআমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি: চমক
সোলায়মা হানিয়ানিয়া জানান, ফারাহ সত্যিই ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন। তার ইতিবাচক চেতনা সবাইকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা তার সংস্পর্শে ছিলেন।

এদিকে ফারাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের মাধ্যমে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত ছিল না বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি।

ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ ফলো করেন ফারাহকে। তিউনিশিয়ার শীর্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিতি ছিল তার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিউটি টিপস এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণার জন্য তারকা খ্যাতি পেয়েছিলেন এ তরুণী।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল আজ
পরবর্তী নিবন্ধবিরল রোগে ভুগছেন অভিনেত্রী আনুশকা শেট্টি