ঘামের বদলে বের হয় রক্ত! একঘরে তরুণী

বয়স মাত্র একুশ। গত কয়েক বছর ধরে একঘরে এই তরুণী।

কারণ তার দেহে ঘামের বদলে রক্ত বের হয়। মুখ এবং হাতের তালু থেকে দরদর করে বেরোতে থাকে রক্ত। এই ঘটনা ইতালির ফ্লোরেন্সের।চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন‚ তরুণী ভণ্ডামি করছেন না। তাঁর ত্বকও স্বাভাবিক। রক্তপাতের কোনও বাঁধাধরা সময় নেই। নেই আগাম কোনও লক্ষণও। ঘুমের মধ্যে বা কাজ করতে করতেও তিনি রক্তস্নাত হন। বেশি হয়‚ যখন মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকেন।

বহু পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকদের বক্তব্য‚ ওই তরুণী হেমাটোহাইড্রোসিস রোগে আক্রান্ত। বিশ্বে প্রতি ১০ মিলিয়ন মানুষের মধ্যে মাত্র ১ জনের হয় এই বিরল রোগ। অ্যারিস্টটলের রচনাতেও আছে এই অসুখের উল্লেখ। মধ্যযুগে এই উপসর্গকে বলা হতো যিশুখ্রিস্ট তাঁদের মাধ্যমে রক্তাক্ত হচ্ছেন।

ইতালিয়ান তরুণীর চিকিৎসা চলছে। রক্তপাত কমেছে ঠিকই। কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়নি। ক্রমশ অবসাদ গ্রাস করছে তরুণীকে। – ইন্টারনেট থেকে

পূর্ববর্তী নিবন্ধ‘ডুব’ নিয়ে শেষ মুহূর্তে যা বললেন পার্নো মিত্র
পরবর্তী নিবন্ধসিটিং সার্ভিস ও মিটার নিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত: সেতুমন্ত্রী