ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে প্রতিটি দেশই দীর্ঘমেয়াদী লক্ষ্যে সিরিজের পরিকল্পনা সাজায়। তারই অংশ হিসেবে ২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠে আটটি টেস্ট ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ওই বছর তাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে সফরে যাবে বাংলাদেশ দল। এ ছাড়া প্রোটিয়ারা কাছাকাছি সময়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ খেলবে না দক্ষিণ আফ্রিকা। ওই সময় মূলত তারা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম উন্নয়নের ওপর গুরুত্ব দেবে। সে কারণে বন্ধ থাকবে ঘরের মাঠের সিরিজ। জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আইসিসির মেগা ইভেন্টটি আয়োজন করবে প্রোটিয়ারা। সে কারণে দক্ষিণ আফ্রিকাসহ সহ-আয়োজক দেশগুলো নতুন ফ্লাডলাইট স্থাপন ও ড্রপ-ইন পিচ প্রস্তুতসহ পুরোদমে সংস্কার কাজে হাত দিচ্ছে।

এর আগে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ২০২১ সালে। যদিও এখন পর্যন্ত চার দফায় সিরিজ খেলতে গিয়ে টাইগাররা হার ঠেকাতে পারেনি। প্রোটিয়াদের বিপক্ষে কেবল দুটি টেস্ট ড্রয়ের নজির রয়েছে বাংলাদেশের। তাও সেই দুটি ম্যাচ ছিল বাংলাদেশের মাটিতে। সর্বশেষ গত অক্টোবরেও প্রোটিয়াদের সঙ্গে চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্টে শান্ত-মুশফিকরা পাত্তা পায়নি।

আগামী দুই বছর দক্ষিণ আফ্রিকা পুরুষ ও নারী ক্রিকেটে কয়টি টেস্ট খেলবে সেই পরিকল্পনা মোটামুটি সাজিয়ে রেখেছে। স্টেডিয়াম সংস্কার কেন্দ্রিক বিরতি কাটিয়ে তারা ব্যস্ত সূচিতে ফিরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে। বাংলাদেশের বিপক্ষে আয়োজন করবে দুই টেস্টের সিরিজ। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী দল ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে, যেখানে মোট ১০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্টেডিয়াম সংস্কার কেন্দ্রিক ঘরের মাঠে টেস্ট সিরিজ না খেললেও, ২০২৫-২৬ মৌসুমে সাদা বলে সূচি রয়েছে দক্ষিণ আফ্রিকার। নারী দল চলতি বছরের ডিসেম্বরে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং পুরুষ দল ২০২৬ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা একটাই: ট্রাম্প
পরবর্তী নিবন্ধগাজায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির