পপুলার২৪নিউজ ডেস্ক:
ঘরের পানির ট্যাপ খুলতেই গোলাপি পানির ধারা! ভড়কে যাওয়া অবস্থা কাটার পর খোঁজ নিয়ে জানা গেল, প্রতিবেশীদেরও একই অবস্থা। আরও কিছু সময় পর জানা গেল, শহরের প্রতিটি বাড়ির পানির কলেই বইছে গোলাপি ধারা।
গত সোমবার ঠিক এ রকম পরিস্থিতিতে পড়তে হয় কানাডার অ্যালবার্টা প্রদেশের অনোওয়ে শহরের অধিবাসীদের। মঙ্গলবার সকাল পর্যন্ত তাঁরা এর কারণও জানতে পারেননি।
বিস্মিত, উদ্বিগ্ন শহরবাসী ট্যাপ খুললেই গোলাপি পানি আসার কথা জানিয়ে প্রতিকার চেয়ে মেয়রের কার্যালয়ে অভিযোগ করেন। অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির জন্য সবার কাছে ক্ষমা চান মেয়র দালে ক্রাসনাও। এক বিবৃতিতে তিনি বলেন, গোলাপি পানির কারণে কোনো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই। তবে শহর কর্তৃপক্ষ বিষয়টা বাসিন্দাদের খুলে বললে আরও ভালো করত।
মেয়র জানান, পানি শোধনে ব্যবহৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকেই শহরজুড়ে সরবরাহকৃত পানির রং গোলাপি হয়ে গেছে।
শহর কর্তৃপক্ষ বলেছে, পানি থেকে লৌহজাত পদার্থ এবং হাইড্রোজেন সালফায়েডের মতো ক্ষতিকর রাসায়নিক অপসারণে শোধনের সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। সমস্যা হচ্ছে পানির সরবরাহ লাইন এবং ফিল্টার পরিষ্কারের সময় ভালভে ত্রুটি দেখা দেওয়ায় রাসায়নিকটি পানির মূল আধারে পড়ে যায়। এতে করে সেখানকার পানি গোলাপি বর্ণ ধারণ করে। আধারের সব পানি ফেলে দিলেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু অংশ কোনোভাবে সেখানে রয়ে যায়।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্বাস্থ্যঝুঁকির কোনো কারণ হবে না বলে শহর কর্তৃপক্ষ দাবি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এই রাসায়নিকের কারণে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তবে অনোওয়ে শহরের বাসিন্দাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ রকম কোনো অভিযোগ পায়নি কর্তৃপক্ষ।বিবিসি