ঘন কুয়াশায় শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে পাঁচটি ফেরি।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভোররাত ৪টা থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয়।

গিয়াসউদ্দিন পাটোয়ারী আরও জানান, প্রায় একশ যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করা আছে রো রো ফেরি শাহ মখদুম ও শাহ এনায়েতপুরী। এ ছাড়া দুটি কে-টাইপ ও একটি টানা ফেরিও আটকে আছে মাঝ নদীতে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাটুরিয়ায়-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধপাকিস্তানে মার্কিন নিরাপত্তা সহযোগিতা বন্ধের ঘোষণা