ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ  

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটসহ তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকা অন্য দু’টি রুট হচ্ছে শরীয়তপুর-চাঁদপুর ও পাটুরিয়া-দৌলদিয়া নৌরুট। এসব রুটে রোববার ভোর থেকে মাঝ নদীতে যানবাহনসহ ১২টি ফেরি আটকা পড়ে আছে।

শনিবার দিবাগত রাত ৩টার থেকে কুয়াশার কারণে নৌরুটগুলোতে ফেরি চলাচল কমে যায়। রোববার ভোর ৫টা থেকে নদীতে কুয়াশা আরও ঘন হলে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে পারাপারের অপেক্ষায় ঘাটগুলোতে অপেক্ষায় আছে হাজার হাজার যানবাহন। কনকনে শীতে চরম দুভোর্গ পোহাচ্ছেন যাত্রীরা।

মাদারীপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা মো. শাহজাহান জানান- ঘন কুয়াশার কারণে নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সব ফেরিই বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে নদীতে যানবাহনসহ যে সব ফেরি নোঙর করা আছে সেগুলোসহ পুনরায় সব নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হার
পরবর্তী নিবন্ধঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠা-নামা বন্ধ