ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত থেকে মাদারীপুরের শিবচর থেকে কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু হয়। এরপর থেকেই ধীরে ধীরে কুয়াশা ঘন হতে থাকে। রাত ১০টার পর থেকে ঘন কুয়াশার কারণে চালকরা কোনভাবেই ফেরি চালাতে পরছিলেন না।

রাত সাড়ে ৮টার পর থেকেই হঠাৎ করেই কুয়াশার মাত্রা বাড়তে থাকলে পদ্মার নৌরুটের দিক নির্দেশনার বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। ফলে ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হলে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

দেশের দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশত নৈশ কোচ উভয় ঘাটে আটকে পড়েছে। প্রচন্ড শীতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

মঙ্গলবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রী রফিকুল ইসলাসম জানান বলেন, রাত ৯টার দিকে ঘাটে এসে পৌছাই। কিন্তু পদ্মার পুরো এলাকা কুয়াশায় ঢাকা। ঘাটে ফেরি পরিবহন নিয়ে বসে আছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে কুয়াশা।

এদিকে প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে পন্যবাহী পরিবহনের লাইন দীর্ঘ হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এজন্য ঘাটে যানজট রয়েছে। তবে তা সহনীয় পর্যায়ে আছে।
তিনি আরো জানান, ঘনকুয়াশার কারনে রাত দশটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন আজ