জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শরীয়তপুর-চাঁদপুর ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বলেন, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ৫টি ফেরি। এ ছাড়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৭টি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৪টি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
এদিকে ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে রাত ২টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ সময় শতাধিক যানবাহন ও কয়েকশ যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।
বিআইডব্লিউটির ব্যবস্থাপক (মেরিন) শাজাহান জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।
এ ছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌরুটেও গভীর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে।