গ্লোবাল ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিউজ ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন, ২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা (রিস্টেটেড)। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩০ পয়সা।

চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা (রিস্টেটেড)।

কোম্পানিটি ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। বুধবার সর্বশেষ কোম্পানির শেয়ার ৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়া ষড়যন্ত্রের অংশ : রায়হান রাফি
পরবর্তী নিবন্ধপাঁচ দেশ থেকে ১৬ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার