পপুলার২৪নিউজ ডেস্ক:
গ্লুকোমা বাংলা নামে স্মার্টফোনের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করা হয়েছে। গত মাসে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সপ্তম জাতীয় বার্ষিক সম্মেলনে এ অ্যাপটির উদ্বোধন করা হয়।
চোখের উচ্চচাপ গ্লুকোমা রোগে বেশির ভাগ রোগীই কোনো উপসর্গ ছাড়া অন্ধত্ববরণ করেন। প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় হলে ওষুধ, লেজার বা সার্জারির মাধ্যমে সারা জীবন ভালো থাকা যায়। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো সাধারণ মানুষই গ্লুকোমা রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন এবং গ্লুকোমাজনিত অন্ধত্ব প্রতিরোধ করতে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গ্লুমা বিশেষজ্ঞ অধ্যাপক এম নজরুল ইসলাম এই অ্যাপটি তৈরি করেছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত ফোন বা ট্যাবে এটি ব্যবহার করা যাবে। গুগল প্লেস্টোর থেকে এটি নামানো যাবে।
এই অ্যাপে গ্লুকোমা রোগের সব তথ্য বাংলায় লেখা হয়েছে। অ্যাপ নামানোর ঠিকানা: https://goo.gl/cMv5z3।
বিজ্ঞপ্তি