গ্রীনটেক সেইফটি এজেন্সি  ও সেইফটি ট্রেনিং ইনইষ্টিউট এর  উদ্যোগে ২৮/২৯ তম ব্যাচের প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্টান সম্পন্ন

মিয়া বাবলা,চটগ্রামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকার  শিল্প মন্ত্রণালয় কতৃক অনুমোদিত  গ্রীনটেক সেইফটি এজেন্সি  ও সেইফটি ট্রেনিং ইনইষ্টিউট,কর্মক্ষত্রে পেশাগত স্হাস্হ্য,সেইফটি ব্যবস্হাপনা,নিরাপত্তা  ও নিরাপদ কর্ম পরিবেশ  বিষয়ক প্রশিক্ষণের ২৮/২৯ তম ব্যাচের প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্টান  ৩ সেপ্টেম্বর  সকাল ১০ ঘটিকায় নগরীর  খুলশী,বাস্কেট কে এ আই রেস্টুরেন্টে  সভাপতি  বাংলাদেশ শীপ বেকার্স এন্ড রিসাই ক্লারর্স এসোসিয়েশন আলহাজ্ব মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও ব্যবস্হাপনা পরিচালক গ্রীনটেক সেইফটি এজেন্সি  ও সেইফটি ট্রেনিং ইনইষ্টিউড নিরোজ বড়ুয়ার সঞ্চালনায়  অনুষ্টিত হয়। এতে প্রধান  অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন  অতিরিক্ত ( সচিব)  শিল্প  মন্ত্রণালয়ের শীপ রিসাইক্লিং এ কে এম শামসুল আরেফিন। উদ্বোধক  ম্যাক কর্পোরেশন শীপ ব্রেকীংএম ডি   মোঃ আবুল কাসেম। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পরিচালক ( উপ-সচিব ) চট্টগ্রাম অঞ্চল পরিবেশ,বন ও জলবায়ু  পরিবর্তন  মন্ত্রণালয় মোয়াজ্জম হোসাইন। উপ-মহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম মোঃ আল আমিন। বিস্ফোরক পরিদর্শক,বিস্ফোরক অধিদপ্তর,চট্টগ্রাম  মোঃ তোফাজ্জল হোসেন। আরেফিন শীফ ব্রেকিং এম ডি মোঃ কামাল উদ্দিন। পরিচালক নামরিন শীপ ব্রেকিং বরকত উল্ল্যা। প্রধান এড ভাইজার গ্রীনটেক সেইফটি এজেন্সি  ও সেইফটি ট্রেনিং ইনইষ্টিউট, মোঃ রফিক। প্রধান  অতিথি  বক্তব্যে  বলেন শিক্ষা  জাতির  মেরুদণ্ড  যে জাতি যত শিক্ষিত, সে জাতি  তত উন্নত, বাংলাদেশের    প্রত্যেক  শীপ ব্রেকিং মালিকদের কে এগিয়ে  আসতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষক  দিয়ে প্রশিক্ষণ  দিতে হবে ।শিক্ষার পাশা পাশি কর্মক্ষেত্রে  ও  চর্চা করতে হবে, কারিগরি  শিক্ষার কোন বিকল্প  নাই। অবশেষে  সনদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানন শেষ হয়।
পূর্ববর্তী নিবন্ধঅবশেষে হার্ভার্ডে ক্লাস করছেন সেই ফিলিস্তিনি শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধবিয়ের ১৩ দিনের মাথায় স্ত্রীকে গলা কেটে হত্যা