পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ৩৮ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ওই সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সাইফুল হাসান চৌধুরী।
তিনি বলেন, আজ বিকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ নিয়ে দ্রুতই কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
তবে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে ত্রুটির কারণ কী, এ বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ জানাননি তিনি।
বিদ্যুৎ বিভাগের একটি সূত্রের দাবি, সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবারহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য অনেক অঞ্চলে মঙ্গলবার ভোর থেকেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, সোমবার রাতে ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিড লাইনের টাওয়ার ভেঙে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, আশুগঞ্জ থেকে সিরাজগঞ্জ পর্যন্ত গ্রিড লাইনের ভৈরবে ঝড়ের কারণে একটি টাওয়ার ভেঙে যায়। এতে আশুগঞ্জ চরসোনারামপুরে এ গ্রিডের আরো একটি টাওয়ার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী টাওয়ার ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে খবর পাওয়ার পর মেরামত কাজ শুরু করার জন্য বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে মঙ্গলবার সকাল ৮টায় পৌঁছেছেন।
তিনি আরও বলেন, মেরামত কাজ দ্রুত শেষ করে আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিড লাইন চালু করার চেষ্টা করছি।
তবে কখন নাগাদ আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিড লাইন মেরামত শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।