পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে অন্য সব প্রতিষ্ঠানে ড. ইউনুসের কর মওকুফ সুবিধা নেয়া অবৈধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না? সেই রিপোর্টও এনবিআরের কাছে আছে।’
এ সময় পাশে থাকা অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এটা জটিল একটা বিষয়। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর সুবিধা) নিয়েছেন। এটা অবৈধ। এটা নিয়ে তদন্ত চলছে। দ্যাটস অল।’