গ্রন্থমেলায় সর্বোচ্চ সংখ্যক বই কিনে পুরস্কার পেলেন নুর ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জেলা প্রশাসন কতৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ সর্বোচ্চ সংখ্যক বই কিনে পুরস্কার পেয়েছেন বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এম নুর ইসলাম। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আয়োজিত সপ্তাহব্যাপি “অমর একুশে” গ্রন্থমেলার সমাপনী দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক বই ক্রয়ের জন্য এস এম নুর ইসলাম কে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

২১ ফেব্রুয়ারী এ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তরুণ প্রজন্মকে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বিশেষ পুরস্কারের ঘোষণা করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার । এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন কতৃক এস এম নুর ইসলাম কে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা হিসেবে নির্বাচন করা হয়। উল্লেখ্য এস এম নুর ইসলাম এর আগেও সেরা সংগঠক হিসেবে দুইবার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তিনি একজন তরুণ সংগঠক। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও আত্ম উন্নয়ন মূলক সংগঠনে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে বেকসুর খালাস পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধঅভিষিক্ত জ্যাকসকে ফেরালেন মিরাজ