গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। রোববার ৩০ সিনিয়র নেতার নেতৃত্বে ৩৪ স্থানে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

আসাদগেট থেকে শুরু করে মোহাম্মদপুর বাস স্টেশন, রাফা প্লাজা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, আমি শুরু করেছি পুলিশ সদস্যদের দিয়ে। এছাড়াও বাসযাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

নতুন বাজার ও সুবাস্তু এলাকায় কর্মসূচিতে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ।

তিনি বলেন, আমরা মানুষের মাঝে ব্যাপক সাড়া পেয়েছি।

দলীয় সূত্র জানায়, আজ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিউমার্কেট, ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান-২, মেজর অব. হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সায়েদাবাদ বাস টার্মিনাল, চৌধুরী কামাল ইবনে ইউছুফ কাকলি, মোহাম্মদ শাজাহান নতুন বাজার, আবদুল আউয়াল মিন্টু কারওয়ান বাজার, শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, সেলিমা রহমান গুলশান-১, মেজর অব. রুহুল আলম চৌধুরী বনানী মার্কেট, মীর মোহাম্মদ নাছির উদ্দিন মহাখালী, ইনাম আহমেদ চৌধুরী আজমপুর, শামসুজ্জামান দুদু খিলক্ষেত, অ্যাডভোকেট জয়নুল আবেদীন কোর্ট কাচারি, অ্যাডভোকেট আহমেদ আজম খান সদরঘাট, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মতিঝিল শাপলা চত্বর, আমানউল্লাহ আমান গাবতলী, আতাউর রহমান ঢালী গুলিস্তান, হাবিবুর রহমান হাবিব বায়তুল মোকাররম, লুৎফর রহমান খান আজাদ মিরপুর-১, মিজানুর রহমান মিনু কল্যাণপুর, গোলাম আকবর খন্দকার ফার্মগেট, জয়নুল আবেদীন ফারুক মিরপুর-১০, আবুল খায়ের ভূঁইয়া মিরপুর-১১ (পল্লবী), অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি রাজলক্ষ্মী মার্কেট, কবির মুরাদ চকবাজার, হেলালুজ্জামান তালুকদার খিলগাঁও, মনিরুল হক চৌধুরী জুরাইন গোরস্তান, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার শন্তিনগর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ নয়াপল্টন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মোহাম্মদপুর টাউন হল, মজিবর রহমান সরোয়ার শাহজাহানপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আসাদ গেট, খায়রুল কবির খোকন যাত্রাবাড়ী, হারুন অর রশিদ মাটিকাটা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন ।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধএক পাষণ্ড স্বামীর কাণ্ড!