গ্যাসের মূল্যবৃদ্ধিতে বিভিন্ন মহলের প্রতিবাদ

নিজস্ব ডেস্ক:

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল। রোববার (৫ জুন) গ্যাসের দাম বাড়ানোর পর গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ‘১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে’র নেতারা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। দেশে বেকারত্ব বৃদ্ধি, কর্মহীনতা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে এরই মধ্যে সাধারণ মানুষ পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছে। মানুষ আশা করছিলো বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু দেশে খাদ্যপণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ অবস্থায় অনাবাসিকসহ সব ক্ষেত্রে গ্যাসের মূল্যবৃদ্ধি হতাশ করেছে দেশবাসীকে। এতে করে বাজার ব্যবস্থা, উৎপাদন বণ্টন সবক্ষেত্রে প্রভাব পড়বে। মানুষের ভোগান্তি আরও বাড়বে।

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিবৃতিতে সই করেন, নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, ডা. সরদার ফারুক, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুমমূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ।

অপরদিকে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই দেশের মানুষের অসহায়ত্বের শেষ নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কয়েক দফা মূল্যবৃদ্ধি, কর্মহারা মানুষের সংখ্যা বাড়ছে, বেকারত্বের জর্জরিত এই সময়ে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা জাতীয় আত্মহত্যার শামিল।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে নতুন করে উৎপাদন বণ্টন বাণিজ্যসহ সব ক্ষেত্রে নৈরাজ্য নেমে আসবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবি জানান।

ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, গ্যাসের দাম বাড়ানোর কারণে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসবে। প্রায় তিন বছর হতে চলেছে করোনা কারণে উৎপাদন-বণ্টন, শিল্প-বাণিজ্যে মন্দা। তার ওপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বব্যাপী নতুন করে বিপর্যয় নেমে এসেছে। আমাদের দেশে এই অজুহাতে প্রায় সব পণ্যের দাম বাড়িয়ে জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ পরিবার নিয়ে অসহায় জীবন-যাপন করছে। এমতাবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণায় জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০
পরবর্তী নিবন্ধআইসিসি মাসসেরার মনোনয়নে মুশফিকুর রহিম