গ্যাসের চাপ ৪ দিন কম থাকবে

নিজস্ব প্রতিবেদক

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ দিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

এছাড়াও অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পূর্ববর্তী নিবন্ধভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে ঘোষণায় উচ্ছ্বসিত শাহরুখ খান
পরবর্তী নিবন্ধথার্টি ফার্স্ট উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত তিন হাজার পুলিশ