পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের মৃত নারায়ন চক্রবর্তীর ছেলে সুনীল চক্রবর্তী (৬৫)।
গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী চাকলাদার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ১১ যাত্রী আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৬ যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনীল চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় উত্তম কর্মকার, লাবনী, বিনা বেগম, রুমান ও গফুর নামে পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উভয় বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গিয়ে মহাসড়কে ব্যারিকেডের সৃষ্টি হয়। পরে পুলিশ, ফায়ারকর্মী ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে ফেললে রাত ১২টার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।