গোলান কখনও ইসরাইলের অংশ হতে পারে না: জাতিসংঘ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

গোলান মালভূমির একাংশের ওপর ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে আনা প্রস্তাব অনৈতিক দাবি করে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর ও. পেডেরসেন বলেছেন, গোলান মালভূমির কখনও ইসরাইলের অংশ হতে পারে না। কারণ সিরিয়ার সার্বভৌম অধিকার রয়েছে। খবর ডেইলি সাবাহর।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে এসব কথা বলেন পেডেরসেন।

তিনি বলেন, এ বিষয়ে নিরাপত্তা পরিষদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আর তা হলো গোলান সিরিয়ার ভূখণ্ড।

গোলান মালভূমিকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভূক্ত হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা যে বিল উত্থাপন করেছেন সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এসব কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ ধাপে ১২২ উপজেলায় আ’লীগের প্রার্থী যারা
পরবর্তী নিবন্ধভারতীয় মিগ-২১ যুদ্ধবিমানের দামের সমান পাকিস্তানের এককাপ চা