গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেতার সিলেটের বহিরাঙ্গন অনুষ্ঠান

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ বেতার সিলেটের উদ্যোগে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নামক একটি বহিরাঙ্গন অনুষ্ঠান গত সোমবার দুপুরে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের অঞ্চলিক পরিচালক ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ের সাধারণের কাছে তুলে ধরার লক্ষে বাংলাদেশ বেতার সিলেটের এ আয়োজন। আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতারের বিভিন্ন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এসময় উপাধ্যক্ষ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা আলহাজ্ব সালিম উল¬াহ, আব্দুস সামাদ, আলহাজ্ব আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম, কবি আব্দুল আজিজ চৌধুরী, সৈয়দ জুনেদ আহমদ, উপজেলা যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, আজির উদ্দিন, আবু বক্কর রাজা, আবেদ আলী আঙ্গুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে একাধিক মামলার আসামীরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট-এ ১৫ কোটি টাকা সহয়তা