গোপালগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের ফারুক খান ও বিএনপির সেলিমুজ্জামানের মানোনয়ন পত্র জমা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ (প্রতিনিধি):

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৫গোপালগঞ্জ-১(মুকসুদপুর-কাশিয়ানী) আওয়ামীলীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর, সাবেক বানিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটানিং অফিসার মোসা. তাসলিমা আলীর হাতে প্রার্থী মুহাম্মদ ফারুক খান নেতাকর্মীদের সংগে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহ-সভাপতি আবু জাফর মিয়া, আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামল কান্তি বোস, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর, সাবেক বানিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাইরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল হোসনে বিদুৎ, শিক্ষা সম্পাদক পারভেজ আলম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সুনিল চন্দ্র মন্ডল, সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি জহির হাসান টিটো, যুবলীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, উপজেলা শ্রমীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, কৃষকলীগের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোল্যা, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মহিউদ্দীন আহমেদ মিঠু শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান জনি, শাহরিয়ার কবির বিপ্লব, আশিকুর রহমান রনি, কে এম সাইফুল ইসলাম লেন্টু খান, পৌর শ্রমীকলীগের সভাপতি হুমায়ুন ঠাকুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বুরহানসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে, গোপালগঞ্জ-০১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির নেতাকর্মী আব্দুস সালাম খান, আব্দুল আজিজ মোল্যা, তারিকুল ইসলাম রাজু, হাফিজুর রহমান মুন্সী, শরীফ মিন্ঠু, কাইয়ুম মুন্সী, সোহরাব মোল্যা, লেলিন শিকদার, সাগর মজুমদার প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল
পরবর্তী নিবন্ধনির্বাচন করছেন না বিএনপি নেতা মিন্টু-আলাল ও সোহেল