গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচী পালন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে আন্দোলনের ৭ম দিনে দুপুরে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়। বিকেলে হামলা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী নাটক এবং সন্ধ্যায় মশাল মিছিল-এর আয়োজন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হামলাকারীদের দ্রুত বিচার ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিশ্চিয়তার দাবীতে আজ বুধবার ৭দিনের মতো গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-তে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষনের বিচারের দাবীতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের ৭ম দিনের কর্মসূচী ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র বাংলা বিভাগের মাস্টার্স এর ছাত্র আব্দুল্লাহ আল রাজু।

 

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে সরকারি বই ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার