হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ শাহ আলম গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন জানান, বছর খানেক আগে হাফেজ মোঃ শাহ আলম বিশ্ববিদ্যালয় মসজিদে মোয়াজ্জিন হিসাবে যোগ দেন। বিগত ৩ জুলাই বেলা ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছেই ঘোনাপাড়া বাজারে গিয়ে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হবার পর গত ৪ জুলাই মোয়াজ্জিনের ছোট ভাই গোলাম রাব্বী গোপালগঞ্জ সদর থানায় একটি ডিডি (নং-১৭৩) দায়ের করেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামে। তার বাবার নাম সাহিদ তালুকদার। তার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের স্ত্রী বুলবুলি বেগম মোবাইল ফোনে জানান, গত সোমবার সকালে মোবাইল ফোনে তার সাথে আমার কথা হয়। এসময় তিনি তার ও ছেলে মেয়েদের খোঁজ খবর নেন। কিন্তু তিনি কোথাও যাবেন কিনা বা যাচ্ছেন কিনা তা তিনি বলেন নি। এরপর বিকালে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন তার ভাই বিশ্ববিদ্যালয়ে এসে খোঁজ নিলে তাকে সোমাবর বিকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান। তাকে অপহরন বা তার সাথে কারো কোন শক্রতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিয়য়ে আমার কোন ধারনা নেই।
নিখোঁজ মোঃ শাহ আলমের তার ব্যবহৃত মোবাইল ফোনটি (০১৯২০২০৬০৩৫) বন্ধ পাওয়া যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমীনুল ইসলাম জানান, সম্ভাব্য সব জায়গায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তাকে পাওয়া গেলে প্রকৃত তথ্য পাওয়া যাবে।