মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ তদন্ত পরিদর্শক হয়েছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ সভায় তিনি জেলার শ্রেষ্ঠ পরিদর্শক ( তদন্ত ) নির্বাচিত হয়ে সন্মাননা ক্রেষ্ট ও আর্থিক পুরষ্কারে পুরষ্কিৃত হন।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ( বিপিএম পিপিএম) তাকে এই পুরষ্কার তুলেদেন। অপরাধ সভায় জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ গন উপস্থিত ছিলেন। অপরাধ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অন্যান্য দেরকেও পুরষ্কৃত করা হয়৷
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ পরিদর্শক ( তদন্ত ) নির্বাচিত হয়ে সন্মাননা ক্রেষ্ট ও আর্থিক পুরষ্কার পাওয়ায় তাকে অভিনন্দন ও তার জন্য শুভ কামনা করছি। প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথযাথ ভাবে পালনের পরে পুরষ্কৃত হলে কাজের গতি বেড়ে যায়। আশা করি আগামীতে এই থানায় কর্মরত অন্যান্য অফিসারগণও জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করবে।