গোপালগঞ্জ প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় গোপালঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ২ জন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এতে হাসপাতালটির চিকিৎসা সেবায় প্রভাব পড়েছে। এ দিকে গত ২৪ ঘন্টায় জেলায় ২২৪ জনের পরীক্ষা নমুনায় ৪৪ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তে হার প্রায় ২০ ভাগ।
জানাগেছে, গত ৯ দিনে শখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মোট ২৮ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মাত্র ২ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ৬ জন আক্রান্ত হন। ২৮ জন নার্স আক্রান্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসা সেবায় প্রভাব পড়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ২২৪ জনের পরীক্ষা নমুনায় ৪৪ জন করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কোটালীপাড়া উপজেলায় ১১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জন রয়েছে।
এছাড়া জেলায় মোট ৫৬ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৫১৩ জন। আর জেলায় মৃত্যু হয়েছে মোট ১০৬ জনের।
এর মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ৬৭৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার ৯৫২ জন, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ৮৯০ জন, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৬০০ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ হাজার ৩৯৩ জন রয়েছে।
হাসপাতালটির উপ-সেবা তত্ত্ববধায়ক কল্যানী রানী ঢালী জানান, প্রতিষ্ঠানটিতে ১৮৮ জন সিনিয়র স্টাফ নার্স কর্মরত আছে। এর মধ্যে মোট ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে। পহেলা ফেব্রুয়ারী থেকে প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন। এতে চিকিৎসা সেবায় কিছুটা বেগ পেতে হলেও রোগীদের সেবায় তেমন কোন সমস্যা হচ্ছে না।
হাসপাতালের সেবা তত্ত্বাতধায়ক নূর-ই-শাফিয়া জানান, ফেব্রুয়ারীর শুরু থেকে অনেক নার্সের সর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথাসহ করোনা উপসর্গ দেখা যায়। তাদের করোনা পরীক্ষা করা হলে বুধবার (৯ ফেব্রুয়ারী) পর্যন্ত ২৮ জন সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতিমধ্যে দুইজন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ শাহরিয়ার কবির খান জানান, এ প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ৪’শ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। ২৮ জন নার্স করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়লেও রোগীদের সেবায় যাতে বিঘœ না ঘটে তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।