গোপালগঞ্জে ১৫ ইউপি নির্বাচন: কেন্দ্রে কেন্দ্র গেল নির্বাচনী সামগ্রী

গোপালগঞ্জ প্রতিনিধি:

৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার ১৫ ইউনিয়নে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সমাগ্রী।

আজ মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কলিসহ বিভিন্ন নির্বাচনী সমাগ্রী বুঝিয়ে দেয়া হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী, আইন-শৃঙ্খলা-বাহিনী সদস্য ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে যান। এ নির্বাচনে ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৭ জন, সাধারন সদস্য পদে ৮১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। মোট ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৯১২ জন। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতায় ৬টি ইউনিয়নে নির্বাচন না হলেও ১৫টি ইউনিয়নের ৫ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে, কমছে দোকান-শপিংমল খোলার সময়
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকে পর্ষদ সভায় বিগত বছরের ব্যবসায়িক অবস্থা পর্যালোচনা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা