গোপালগঞ্জে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্থ নিম্নআয়ের দেড় হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার টুঙ্গিপাড়ায় উপজেলা হেলিপ্যাডে, কাশিয়ানী উপজেলা সদরে এবং মুকসুদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৩ কেজি ডাল, ৩ কেজি তেল, ১ কেজি লবন এবং ২ কেজি চিনি।
১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, মেজর তানজীর আহম্মদ, মেজর তানভীর আহম্মদ, ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, ক্যাপ্টেন শাহ-ই-মাশরুর রামীম এবং সাদাফ আবরার রাইয়ান উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য-শিক্ষাসহ ভারতের ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
পরবর্তী নিবন্ধএস কে সুর ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব স্থগিত