গোপালগঞ্জে সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গোপালগঞ্জে সকল ধরনের সভা সমাবেশ, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি জারী করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এছাড়া জেলার সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার, বন্ধ রাখার জন্য আদেশ দেয়া হলো। এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ন স্থানে টাংগানো এবং বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা বন্ধ করা হয়েছে দু’টি বিয়ের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার