গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: আলতাফ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ বিশ্বাসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা দেয়া হয়। অর্থনৈতিক সাফল্যে লাবনী আক্তার, সফল জননীতে নির্মলা বিশ্বাস, সমাজ উন্নয়নে মনিকা রানী বোস ও নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় দিপালী বাড়ৈর হাতে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বৈরাগী খাল ও ঘাঘর নদীর সংযোগ কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন