গোপালগঞ্জে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগীতা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ প্রতিযোগীতার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এ কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান উপস্থিত ছিলেন। দিনের উদ্বোধনীয় খেলায় ফরিদপুর জেলা দল ৫৬-২৮ পয়েন্টে মুন্সীগঞ্জ জেলাকে ও স্বাগতিক গোপালগঞ্জ জেলা ৪০-১৫ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা দলকে পরাজিত করেছে। এ কাবাডি প্রতিযোগীতার মধুমতি জোনে স্বাগতিক গোপালগঞ্জ, মাগুরা, শরিয়তপুর, রাজবাড়ী, ঢাকা, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ মোট ৮টি জেলা দল অংশ নিচ্ছে। আগামী ২৭ তারিখ শনিবার এ খেলার “মধুমতি জোনের” চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও স্বারক লিপি পেশ
পরবর্তী নিবন্ধ‘বিশ্ববাজারে ওয়ালটন বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে’