গোপালগঞ্জে শতাধিক দু:স্থ সাংস্কৃতিক কর্মী পেল কম্বল

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে শতাধিক দু:স্থ শীতার্ত সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ কম্বল বিতরণ করে।

আজ মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে সংগঠনের জেলা কার্যালয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দু:স্থ শিল্পীদের হাতে এসব কম্বল তুলে দেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার
এহিয়া খালেদ সাদী বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দীপু বলেন, আমরা দু:স্থ সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ঈদ, পূঁজা, শীতসহ বিভিন্ন সময়ে কম্বল, শাড়ি, লুঙ্গিসহ বস্ত্র বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহারবে জেনেই বিএনপি তৈমূরকে অব্যাহতি দিয়েছে: ড. হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধগণপরিবহন চলবে অর্ধেক যাত্রী নিয়ে, কমছে দোকান-শপিংমল খোলার সময়