গোপালগঞ্জে মেধাবী ও দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রশিল্পী বাশিরুল হক বৃত্তি প্রদান

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জে মেধাবী ও দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রশিল্পী বাশিরুল হক বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে শহরের মোহাম্মদপাড়ায় সোনালী স্বপ্ন একাডেমির ১০জন শিক্ষার্থীর হাতে প্রত্যেককে ৫হাজার টাকা করে বৃত্তির নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাক্তার অরুন কান্তি বিশ্বাস, সোনালী স্বপ্ন একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ।
এদিন বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরবর্তী নিবন্ধ“সম্প্রীতি বাংলাদেশ” নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম শুরু করেছেন